গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার এইচডিএফ অ্যাপারেলস লিঃ কারখানার শ্রমিকরা কারখানা খোলে দেওয়া, ঈদুল ফিতরের বোনাস ও বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে গাজীপুর শিল্প পুলিশ, শ্রীপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ ও আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৯.৫০ মিনিট থেকে গাজীপুর শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবস্থিত এইচডিএফ অ্যাপারেলস লিঃ কারখানার শ্রমিকরা কারখানা খোলে দেওয়া সহ চলতি বছরের ঈদুল ফিতরের বোনাস ও ফেব্রুয়ারী মাসের বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে তীব্র জানযটের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাস্থলে শিল্প পুলিশ গাজীপুর-০২, শ্রীপুর থানা পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কারখানা খোলে দেওয়া, ঈদুল ফিতরের বোনাস এবং বকেয়া বেতন পরিশোধের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে দুপুর ১২.০৮ মিনিটে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
প্রসঙ্গত, এইচডিএফ অ্যাপারেলস লিঃ কারখানার ঈদুল ফিতরের ১২ দিনের ছুটি শেষে গত ১০ এপ্রিল কারখানা খোলার কথা ছিলো। কিন্তু কারখানায় কাজ না থাকায় গত ০৯ এপ্রিল নোটিশের মাধ্যমে ০৬ দিনের ছুটি বাড়িয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) খোলার তারিখ ধার্য্য করা হয়। এরইমধ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কারখানার শ্রমিকরা কারখানা গেটে এসে জানতে পারে আবারো নোটিশ দিয়ে ছুটি বাড়িয়ে আগামী ২২ এপ্রিল কারখানা খোলার তারিখ দেওয়া হয়। শ্রমিকরা ছুটির নোটিশ দেখে উত্তেজিত হয়ে চলতি বছরের বকেয়া থাকা ঈদুল ফিতরের বোনাস, ফেব্রুয়ারী মাসের বেতন সহ কারখানা খোলে দেওয়ার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার স্ট্যান্ডে উপস্থিত হয়ে রাস্তা অবরোধ করে রাখে।
পরবর্তীতে গাজীপুর শিল্প পুলিশ-০২, শ্রীপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।