কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসুদেবপুর বলখেলা বাজারে আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা এবং বাড়ীর আঙ্গিনায় রমজানের ২০তম দিন গত শুক্রবার (২১ মার্চ) বাদ আছর পারিবারিক কবর যিয়ারত, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জজ কোর্টের জিপি ও গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সোলাইমান দর্জি।
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, জমিদাতা ও নিরাপদ সড়ক চাই এর গাজীপুর জেলা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেনের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক জিএম মোঃ আব্দুল বাতেন খান।
এসময় উপস্থিত ছিলেন, গণপূর্তের সাবেক অফিসার আলহাজ্ব মোঃ মহসিন হোসেন, তিতাস গ্যাসের সাবেক সেকশন অফিসার মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ আনিছুর রহমান (আরিফ), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, সাবেক উপজেলা শিক্ষা অফিসার হাজী মোঃ নূরুল আমিন মাস্টার, ব্যারিস্টার তানভীর আহমেদ নোমান, ব্যবসায়ী তাসরীফ হাসান সুমন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ আমজাদ হোসেন আল-মাইজ ভান্ডারী, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ওই মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ও বলখেলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম মুফতি মোঃ সিরাজুল ইসলাম, হাফেজ ওবায়দুল্লাহ, হাফেজ মোঃ আরিফুল ইসলামসহ এলাকার নারী-পুরুষ।