বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, দুই চাঁদাবাজ আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরে সিএনজি চালিত অটোরিক্সায় চাঁদাবাজি এবং নানা অজুহাতে হাইওয়ে সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে পুলিশের মামলার প্রতিবাদে বিরুদ্ধে বিক্ষোভ করেছে সিএনজি অটোরিকশার চালকরা। এসময় তারা প্রায় ৩ ঘন্টা  ঢাকা- জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে। বৃহস্পতিবার মহানগরীর নলজানি এলাকায় জিএমপি’র বাসন থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। এর আগে সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে চালকরা। আটককৃতরা হলো- এহসানুল হক (২৫) ও মোঃ সাদ্দাম হোসেন (৩২)।

চালকদের অভিযোগ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম মোল্লার নেতৃত্বে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রতিদিন জোরপূর্বক ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জোর করে টাকা কেড়ে নেওয়া হয়। প্রতিবাদ করলে চালকদের মারধর ও হয়রানির শিকার হতে হয়।

এছাড়া, হাইওয়ে সড়কে সিএনজি অটোরিকশা চলাচল করলে বিভিন্ন স্থানে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, যদিও অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নির্বিঘ্নে চলাচল করছে।

চাঁদাবাজির বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হালিম মোল্লা বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার নাম ভাঙিয়ে কেউ এমন কাজ করে থাকলে আমি দায়ী নই। একটি মহল আমার অপপ্রচার করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাজ করে থাকতে পারে।

এ ব্যাপারে জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, বৃহষ্পতিবার সিএনজি অটোরিক্সা চালকরা ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় প্রায় তিনঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়। আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর