গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এ বছর ৮ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার গাজীপুর সিভিল সার্জন অফিস এবং গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানান ।
আগামী ১৫ ই মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ২ লাখ ৭৫ হাজার ১৭৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। এর মধ্যে
৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ২৪৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪২ হাজার ৯৩১ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। এর জন্য ক্যাম্পেইন পরিচালনার জন্য ৪ ০৮ টি কেন্দ্র, ১৩০ জন স্বাস্থ্যকর্মী, ৮১৬ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
এছাড়া বাস স্ট্যান্ড, রেলস্টেশন, বাজার ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ভাসমান শিশুদেরকে ১৩ টি মোবাইল কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ খান, সচিব নমিতা দে, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রহমত উল্লাহ প্রমুখ।
গাজীপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলার পাঁচটি উপজেলা ও ৪৫টি ইউনিয়ন, তিনটি পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের দুইটি জোনে মোট ৬ লাখ ৩৫ হাজার ৯৬৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৪ হাজার ৫২০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা পাঁচ লাখ ৬১ হাজার ৪৪৭ জন। মোট ১৪২৬ টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এ ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।