গাজীপুরে এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণে তিন নারী দগ্ধ

 গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরে একটি এলপি গ্যাসের ট্যাংকার থেকে গ্যাস লিখেজের কারণে সৃষ্ট বিস্ফোরণে তিন নারী দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি দেওয়ানি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খারকুলিয়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেলেনা খাতুন (৫৪), লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখোয়া গ্রামের সামসুল হকের স্ত্রী হালিমা খাতুন (৪২) ও হালিমা খাতুনের পুত্রবধূ অন্তঃসত্ত্বা রিতা আক্তার (২১)। তারা স্থানীয় মোহাম্মদ আলীর বাড়ীতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানাযায়, গত রোববার থেকে একটি এলপি গ্যাসের ট্যাংকার ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিলো। সোমবার সকাল থেকে এলপি গ্যাস বহনকারী ট্যাংকার  গ্যাস লিকেজ হয়ে  খোলা জায়গায় ছড়িয়ে পড়ে। এ সময় ট্যাংকারের নিচে একটি বক্স বানানোর জন্য ওয়েল্ডিং মেশিন দিয়ে জ্বালাই শুরু করলে ওয়েল্ডিং রড থেকে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। পাশের বাসার ভেতরে কাজ করার সময় তিন নারী দন্ধ হন। এতে আশপাশে আতংক ছড়িয়ে পড়ে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুচি বলেন, দগ্ধ অবস্থায় তিনজন মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডা: আবু সাঈদ সজীব বলেন, ভর্তি তিনজনের মধ্যে হালিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি দুজনের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে মহিলা সার্জারী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।