গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বীজ প্রত্যয়ন এজেন্সীর জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় প্রথম প্রান্তিকের কার্যক্রমের অংশ হিসেবে ‘সুশাসন প্রতিষ্ঠায় নিমিত্ত অংশীজনের অংশগ্রহন’ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বীজ প্রত্যয়ন এজেন্সীর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক মোঃ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক ড. সাইফুল আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপপরিচালক (পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন) মোঃ শওকত হোসেন ভূইয়া এবং তথ্য অধিকার আইনের উপর বক্তব্য রাখেন,উপপরিচালক (প্রশাসন) সৈয়দ তানভীর আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউট, জাতীয় কৃষি প্রশিক্ষন একাডেমি, কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বাংলাদেশ পরমানু কৃষি ইনস্টিটিউট ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।