স্টাফ রিপোর্টার: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে গাজীপুর সদর উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট), বিকেলে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে অবস্থিত তুরাগ নদীতে মৎস্য অবমুক্ত করা হয়।
মৎস্য অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব এ্যাডঃ আব্দুস সালাম আজাদ।
গাজীপুর মৎস্যজীবী দলের আহবায়ক সিদ্দিক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবদুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লী,ফজলুল হক মুসল্লী, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপি নেতৃবৃন্দ তুরাগ নদীতে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।