বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীরে ব্যথা অনুভব করলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কালিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রবাসীদের জন্য উন্মুক্ত হচ্ছে ভোট দেওয়ার অ্যাপ সেন্টমার্টিনে নভেম্বরে রাত্রিযাপন করা যাবে না গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে ছয়টি অজুখানা উদ্বোধন কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি-মির্জা ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯ ভিজিটর

 স্টাফ রিপোর্টার : সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান বিএনপির—এ দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘১৯৭১ সালের পর বাকশাল গঠনের সময় চারটি ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পর সংবাদপত্রগুলো আবার খুলে দেয়া হয়। আমাদের আমলেও বহু নতুন গণমাধ্যমের যাত্রা শুরু হয়েছিল। আমরা সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেছি।’

রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে সম্পাদক পরিষদের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে পারি—সংবাদপত্রের পক্ষে আমরা ছিলাম, আছি এবং থাকব। আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি ও আস্থা রাখি। সংবাদপত্রের স্বাধীনতার জন্য অতীতে যেমন লড়াই করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমাদের ৩১ দফা কর্মসূচির মধ্যেও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। সঞ্চালনায় ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর