বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কালিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রবাসীদের জন্য উন্মুক্ত হচ্ছে ভোট দেওয়ার অ্যাপ সেন্টমার্টিনে নভেম্বরে রাত্রিযাপন করা যাবে না গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে ছয়টি অজুখানা উদ্বোধন কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪ ভিজিটর
স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে সাত খামাইর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, ফলে তাৎক্ষণিকভাবে সাত খামাইর স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পরে ঢাকা থেকে বিশেষ ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রায় দুই ঘণ্টা পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেওয়া হলে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের। তিনি জানান, ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে। সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর শ্রীপুর রেলস্টেশন পার হয়ে সাত খামাইর এলাকায় পৌঁছালে পাওয়ার কারে আগুন লেগে যায়। তিনি আরও জানান, সাত খামাইর স্টেশনটি বন্ধ থাকায় তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা ছিল না, তবে ঘটনাটি ঢাকায় অবহিত করা হলে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, খবর পাওয়ার সাথে সাথে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ের একাধিক সূত্র জানায়, পাওয়ার কারে আগুন লাগার কারণ তদন্তাধীন। প্রাথমিক ধারণা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। রেল কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে ট্রেনের অন্যান্য বগি অক্ষত থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। যাত্রীরা বিকল্প ব্যবস্থায় তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর