বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

কালিয়াকৈরে ছিনতাইকারীদের কোপে এক ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বন্ধু অপর এক ব্যবসায়ী। এসময় এলাকাবাসী ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের জামালপুর ইউনিয়নের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- সজিব হোসেন (৩৮)।তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। আহত ব্যবসায়ীর নাম রয়েল মিয়া। তারা এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি মটরসাইকেল যোগে জামালপুর থেকে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া। পথে বড়ইবাড়ী-হাটুরিয়াচালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগে গজারি বনের ভেতর পৌছালে সশস্ত্র কয়েক ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ছিনতাইকারীদলের সদস্যরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সজিব। এসময় অপর ব্যবসায়ী রয়েল আহতাবস্থায় দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। তারা ধাওয়া করে ছিনতাইকারীদলের দুই সদস্যকে আটক করে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওই দুই ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে স্থানীয় সফিপুর মর্ডান হাসপাতালে ও অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ছিনতাইকারী দলের হামলায় এক ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছিনতাইকারী দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর