বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় অবৈধভাবে জমি দখল  ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে  এসব অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধার ছেলে রেজাউল করিম।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৪ মার্চ পূর্ব শত্রুতা ও জমি-জমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় সোহেল, রাসেল,শামীম, সৈকত ও আরও বেশ কয়েকজন তাদের জমিতে দেয়াল নির্মাণ করতে যায়। পরে তারা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে তার মা মনোয়ারাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং ভাঙচুর করে।
তিনি আরো অভিযোগ করেন,এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করলে আসামিরা তাকে ভয়-ভীতি এবং হুমকি দিয়ে আসছে। তিনি দাবি করেন, অভিযুক্তরা তাকে এবং তার স্বজনদেরকে  বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে। সরকারের কাছে তিনি জীবনের নিরাপত্তা এবং  সুষ্ঠ  তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর