গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ও সদর ইউনিয়নে শনিবার ফুড বা খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, মাওলানা লোকমান হোসেন, মাওলানা আলাউদ্দিন, বারিষাব ইউনিয়ন আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুর রহমান, রায়েদ ইউনিয়ন সভাপতি মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।