গাজীপুর প্রতিনিধি : সিএম লাইসেন্স ব্যতীত বিস্কুট পণ্য বিক্রয় ও বিতরণ করায় মোবাইল কোর্টের মাধ্যমে একটি খাদ্য তৈরী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম এ জরিমানা করেন।
বিএসটিআই গাজীপুর আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর থানার হাজীবাগ এলাকায় অবস্থিত সাহা ফুড প্রোডাক্টস নামক একটি কারখানা সিএম লাইসেন্স ব্যতীত বিস্কুটস পণ্য বিক্রয় ও বিতরণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই কর্তৃপক্ষ কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধমে প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন।অভিযান পরিচালনার সময় বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালযয়ের কর্মকর্তা প্রকৌশলী অর্ণব চক্রবর্ত্তীসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।