গাজীপুর প্রতিনিধি : মোটা অংকের চাঁদার দাবীতে গাজীপুরে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। গাজীপুর মহানগরীর পশ্চিম ভূরুলিয়া এলাকায় নির্মানাধিন একটি ভবনে এ ঘটনা ঘটে। দাবীকৃত চাঁদা না দিলে জমিসহ পুরো ভবন দখল ও ফ্ল্যাট মালিকদের হত্যার হুমকী দেওয়া হয়। ইতিমধ্যে একজন ফ্ল্যাট মালিকের উপর হামলা চালিয়ে তাকে মারাত্নকভাবে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ভবনের অফিস রুম ও আসবাবপত্র ভাংচুর করে সেখানে থাকা ৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সদর মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
আহত ফ্ল্যাট মালিকের অভিযোগ সূত্রে জানা গেছে, গাজীপুরের ২০ জন স্থানীয় উদ্যোক্তা মহানগরীর ভুরুলিয়া মৌজার পশ্চিম ভুরুলিয়া (ডুয়েট দ্বিতীয় ক্যাম্পাস সংলগ্ন) এলাকায় বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে ৩১ শতাংশ জমি ক্রয় করে। সেখানে ৮ (আট) ইউনিট বিশিষ্ট ১০ (দশ) তলা ভবন নির্মাণ করার জন্য রাজউক থেকে প্লান পাশ গ্রহণ করে প্রায় ৩ (তিন) বছর পূর্বে একটি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। সেখানে ৫ (পাঁচ) তলা পর্যন্ত ছাদ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে নির্মাণাধীন ভবনে ৬ষ্ঠ তলার ছাদ নির্মাণের সেন্টারিংয়ের কাজ চলমান আছে।
কিন্ত এ জায়গা এবং ভবনের দিকে কুনজর পরে স্থানীয় কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসীদের। ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মোঃ কোরবান আলী মিঠু (৩০), মোঃ হায়দার আলী মিশু (৩৬) এবং মোঃ রাহাত উল্লাহ মুন্না (২৫) তাদের ২০ থেকে ২৫ জন সহযোগী ফ্ল্যাট মালিকদের নিকট মোটা অংকের চাঁদা দাবি করে বিভিন্ন ধরণের হুমকি দিতে থাকে। দাবীকৃত চাঁদা না দিলে তারা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিবে বলে হুমকি দিতে থাকে। বিষয়টি এলাকার গণ্যমান্য লোকজনদের জানালে উক্ত সন্ত্রাসীরা আরো বেশী ক্ষীপ্ত হয়ে উঠে।
গত ১৪ অক্টোবর ফ্ল্যাট মালিক মোঃ লুৎফর রহমান নির্মাণাধীন বিল্ডিংয়ে উপস্থিত থেকে ২০ জন লেবার মিস্ত্রি দিয়ে ৬ষ্ঠ তলার ছাদের সেন্টারিং এর কাজ করানোর সময় উক্ত সন্ত্রাসীরা দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রবেশ করে এবং তার কাছে ৫০ লক্ষ (পঞ্চাশ লক্ষ) চাঁদা দাবি করে। লুৎফর রহমান চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা কর্মরত লেবার মিস্ত্রিদের হত্যার হুমকি দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এসময় লুৎফর রহমান প্রতিবাদ করলে তাকে নিচ তলায় গার্ডরুমে আটক করে হত্যার হুমকি দিয়ে এলোপাথারীভাবে কিল-ঘুষি মেরে মারাত্নকভাবে আহত করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে আসলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। তারা লুৎফর রহমানেরপাঞ্জাবীর পকেটে থাকা ৩০ হাজার ৫ শ টাকা নিয়ে নেয়। পরে ভবনের অফিস রুমের টেবিলের ড্রয়ার থেকে লেবার বিল ও মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ৪ লক্ষ (চার লক্ষ) টাকা নিয়ে যায়। এসময় অফিস রুমের টেবিল-চেয়ার, কম্পিউটার মনিটর, সিসি ক্যামেরাসহ সকল প্রকার মালামাল ভেঙ্গে ফেলে । আহতদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের দাবিকৃত চাঁদা না পেলে পরবর্তীতে ফ্ল্যাটের মালিকদেরকে হত্যা করে নির্মাণাধীন ভবন দখল করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আহত লুৎফর রহমান গাজীপুর মেট্রো সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভবনের কয়েকজন ফ্ল্যাট মালিক জানান, সন্ত্রাসীদের এ ধরনের কর্মকান্ডে ভবনের নির্মান কাজ ব্যাহত হচ্ছে। কোন ফ্ল্যাট মালিক ওখানে যেতে সাহস পাচ্ছেন না। সন্ত্রাসীরা স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী হওয়ার কারনে ওই জায়গাসহ ভবনটি যে কোন সময় দখল করতে পারে। তাই আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্টদের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং ওইসব চিহ্নিত সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছেন ভবনের ফ্ল্যাটের মালিকরা।